লন্ডনের রাস্তায় টেনে খোলা হলো তরুণীর হিজাব!
সাম্প্রতিক সময়ে ধর্ম ও গোষ্ঠীর প্রতি ঘৃণা থেকে বহু ন্যক্কারজনক ঘটনা দেখেছে বিশ্ব। গত সপ্তাহে এমন একটি ঘটনাই ঘটল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রাস্তায়। ব্যস্ত রাজপথের পাশের ফুটপাতে টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে প্রকাশ্যে খুলে নেওয়া হলো মুসলমান এক তরুণীর হিজাব।
লাঞ্ছনার শিকার ওই তরুণীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব লন্ডনের চিংফোর্ড এলাকার ব্যস্ত একটি শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় ফুটপাত ধরে হাঁটছিলেন ওই মুসলিম তরুণী। হঠাৎ তাঁর ওপর হামলা করে দুই কিশোর। তাঁরা প্রথমে তরুণীকে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেয়। এর পর বেশ খানিকটা জায়গা ধরে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে টেনে খুলে নেওয়া হয় তাঁর হিজাব।
পরে স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে ওই নারী অভিযোগ করেন, শপিং সেন্টারের সামনে আসার আগেই তাঁকে অনুসরণ করছিল কালো পোশাক পরা দুই শ্বেতাঙ্গ কিশোর। ওই সময় তাদের মুখ ঢাকা ছিল। অনুসরণের সময় দুই কিশোর তাঁর উদ্দেশে অশালীন উক্তি করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর ওই স্থানের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে, এটি একটি ‘বিদ্বেষপ্রসূত’ হামলা। ধর্ম বা বর্ণের প্রতি বিদ্বেষ থেকেই ১৭ থেকে ১৯ বছর বয়সী ওই দুই কিশোর এই কাজ করেছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।