পশ্চিমা দেশগুলো ‘আন্তরিক’ হলে পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান

পশ্চিমা দেশগুলো আন্তরিক মনোভাব দেখালে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সরকারি সংবাদমাধ্যম ‘দৈনিক ইরান’ এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। এএফপির খবর।ইসমাইল বাকায়ি বলেন, ‘আমরা বহুবার বলেছি, আমরা আলোচনা করতে প্রস্তুত। তবে অপরপক্ষ আন্তরিক হলেই কেবল এটি সম্ভব হবে।’ইরান সম্প্রতি পশ্চিমা...