গাঁজা সেবন ও চাষ বৈধ করল থাইল্যান্ড
গাঁজা সেবন ও চাষ করা বৈধ বলে ঘোষণা করেছে থাইল্যান্ড। খাবার ও পানীয়র সঙ্গে এর ব্যবহার বৈধ করে এ বিষয়ে একটি ঘোষণা জারি করেছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের প্রশাসন দেশটিতে আরও বেশি পর্যটক টানতে এবং স্থানীয় অধিবাসীদের কৃষি খাতকে এগিয়ে নিতে এই উদ্যোগ নিয়েছে।
মাদকবিরোধী কঠোর অবস্থানের জন্য খ্যাত থাই সরকারের এই উদ্যোগকে সাধারণ জনগণের বিরাট একটি অংশ স্বাগত জানিয়েছে। এই নতুন ঘোষণার পর স্থানীয় বিক্রয়কেন্দ্রগুলোতে ক্রেতাদের লম্বা লাইন লেগে যায় গাঁজার নির্যাসমিশ্রিত বিভিন্ন ধরনের পানীয় ও মিষ্টি দ্রব্য কেনার জন্য।
রিতিপং দাশকুল নামের ২৪ বছর বয়সী তরুণ প্রথমবারের মতো বৈধ গাঁজা দিয়ে তৈরি পানীয় কিনতে গিয়েছিলেন গত বৃহস্পতিবার। তিনি বলেন, ‘আমরা এখন খুব সহজেই এ ধরনে পানীয় খুঁজে পাচ্ছি। এখন আমাদের আর কষ্ট কাউকে খুঁজে বের করে চাইতে হবে না।’
থাইল্যান্ডে দীর্ঘদিনের ঐতিহ্য হিসেবে শারীরিক ক্লান্তি ও অবসাদ দূর করতে গাঁজা ব্যবহৃত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে দেশটি চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার ব্যবহার বৈধ ঘোষণা করে।
থাই সরকার এরই মধ্যে গাঁজাকে অর্থকরী ফসল হিসেবে এগিয়ে নিতে কৃষকদের সহায়তা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। সারা দেশে কৃষকদের মধ্যে কয়েক লাখ চারা বিতরণও করা হয়েছে।