পাল্টা আক্রমণে তিন গ্রাম মুক্ত করার দাবি ইউক্রেনের
পূর্ব দনেৎস্কের তিনটি গ্রাম রাশিয়ার কবল থেকে মুক্ত করার দাবি করেছে ইউক্রেন। রাশিয়া অবশ্য এই দাবি অস্বীকার করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা যায়, দনেৎস্কের ব্লাহোদাতনসহ তিনটি গ্রামে ইউক্রেনের সেনারা বিজয়োৎসব করছে। সেখানকার বাড়িতে আবারও ইউক্রেনের পতাকা উড়ছে।
ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আরও একটি গ্রাম সেনারা দখলে আনতে পেরেছে। পাল্টা আঘাত হেনে ওই অঞ্চলে এই প্রথম সাফল্য পেল ইউক্রেনের সেনারা।’
গত শনিবার (১০ জুন) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, দনেৎস্কে ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণে গেছে। তারপরই তিনটি গ্রাম মুক্ত করার দাবি করা হলো।
এই তিনটি গ্রাম মারিউপল যাওয়ার পথে পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, এরপর ইউক্রেন মারিউপল উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়বে। রাশিয়া অবশ্য এখনও পর্যন্ত এই দাবি সমর্থন করেনি।
এদিকে, নোভা কাখোভকার পর রাশিয়ার সেনাবাহিনী ঝাপোরিঝিয়া অঞ্চলে আরও একটি বাঁধ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিছুদিন আগে নোভা কাখোভকায় বাঁধের একটা অংশ উড়িয়ে দেওয়া হয়। তারপর প্রবল বন্যায় বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে।
ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এরপর রাশিয়া নোভোদারিভকা গ্রামের কাছে আরও একটি বাঁধ উড়িয়ে দিয়েছে। এর ফলে ওই অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এলাকাটি রাশিয়ার দখলে বলেও জানান ওই মুখপাত্র।