ফ্রান্সে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সহস্রাধিক ঘরবাড়ি বিদ্যুৎহীন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/17/earthquake_0.jpg)
শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে পশ্চিম ফ্রান্সে। দেশটির স্থানীয় সময় শুক্রবার (১৬ জুন) সন্ধ্যার দিকে আঘাত হানা ভূমিকম্পটি রিখটার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক আট। এতে করে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহনি হয়ে পড়েছে এক হাজার ১০০ বাড়িঘর।
ফ্রান্সের ভূকম্পন জরিপ সংস্থার (বিসিএসএফ) বরাতে এই তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। এই ভূমিকম্পকে বিরল বলে আখ্যা দিয়েছে সংবাদ সংস্থাটি।
ফ্রান্সের বাস্তুসংস্থানমন্ত্রী ক্রিস্টোপে বেচু বলেন, ‘আমাদের মূল ভূখণ্ডে আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প এটি।’
ইউরোপের দেশটিতে সর্বশেষ ভূমিকম্প হয়েছিল ২০০০ সালের প্রথম ভাগে। সেটিরও মাত্রা এরকম ছিল বলে জানিয়েছে এএফপি।
ফ্রান্সের ভূকম্পন নজরদারি সংস্থা রেনাস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। তবে, বিসিএসএফ বলছে, এটির মাত্রা ছিল পাঁচ দশমিক আট।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ডিউক্স-সেভার্স বিভাগে একজন ব্যক্তি ভূমিকম্পের সময় আহত হয়েছে। তবে, ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডিউক্স-সেভার্স বিভাগের দক্ষিণ পশ্চিমে কয়েকটি ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি দেওয়ালে ফাটল দেখা দিয়েছে।
পার্শ্ববর্তী চ্যারেন্টে-ম্যারিটাইম বিভাগে ভবনের ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈদ্যুতিক লাইনেও সমস্যা দেখা দিয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এক হাজার ১০০ বাড়িঘর।
এএফপি জানিয়েছে, ভূমিকম্পটির কম্পন রেনেস থেকে বোর্দক্স শহর পর্যন্ত অনুভূত হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/06/17/phraans-in.jpg)
লয়ের নদীর তীরবর্তী শহর ট্যুরসের বাসিন্দা লিয়ে ফ্যাঙ্কে বলেন, ‘যখন কম্পন অনুভূত হয় তখন আমি বেডে শুয়ে বই পড়ছিলাম। আমার গোটা অ্যাপার্টমেন্ট কাঁপছিল। কয়েক সেকেন্ডের জন্য এটি হয়েছিল। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম, মেঝেটি গুহায় চলে যাচ্ছে।’