ফ্রান্সে দাঙ্গার জন্য ভিডিও গেমসকে দুষলেন ম্যাক্রোঁ
ফ্রান্স জুড়ে বিক্ষোভ ও দাঙ্গার ঘটনায় ভিডিও গেমের নেশায় বুঁদ হয়ে থাকা তরুণ ও যুবকদের অনুকরণমূলক আচরণকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পাশাপাশি পুলিশের গুলিতে কিশোর নিহতের পর থেকে তৈরি হওয়া এসব ঘটনা থামাতে মায়েদের প্রতি সন্তানকে রাস্তায় না নামতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার (৩০ জুন) জাতীয় নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠক শেষে দেওয়া এক বক্তব্যে ৪৫ বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান বলেন যে, গত তিন রাতে দাঙ্গা-হাঙ্গামার জন্য যে লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে তার এক-তৃতীয়াংশই বয়সে তরুণ। খবর এএফপির।
এ প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, ‘তাদের বাসায় রাখার দায়িত্ব অভিভাবকদের, তাদের অবস্থানে ভূমিকা পালনের কাজ রাষ্ট্রের নয়।’
গত মঙ্গলবার পুলিশের গুলিতে এক কিশোর নিহতের ঘটনার মধ্য দিয়ে প্রতিবাদ স্বরূপ দেশজুড়ে যে দাঙ্গা ছড়িয়ে পড়ে তার পেছনে ভূমিকা রাখতে ভিডিও গেমকে দায়ী করে ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের খুবই স্পর্শকাতর কন্টেন্ট বা আধেয় সরিয়ে ফেলার অনুরোধ জানান। তিনি বলেন, ‘এ ধরনের নেটওয়ার্ক ও ফ্লাটফর্মগুলো সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বেশ বড় ভূমিকা রাখছে।’
ম্যাক্রোঁ জানান, স্ন্যাপচ্যাট, টিকটক ও আরও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা হিংসাত্মক আধেয়র কারণে বাস্তবতার বাইরে গিয়ে কিছু অল্প বয়সী ছেলেমেয়ে সহিংসতায় জড়িয়ে পড়ছে। তিনি বলেন, ‘আপনারা দেখে থাকবেন এদের মধ্যে কেউ কেউ ভিডিও গেমের বিষাক্ত প্রভাবে রাস্তায় ঝামেলায় জড়িয়ে পড়ার মতো অভিজ্ঞতা নিচ্ছে।’
এ প্রসঙ্গে ইউরোপ ওয়ান রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ১৪-১৫ বছর বয়সী ছেলেমেয়েদের গ্রেপ্তারের খবর দিয়ে দেশটির যৌথ পুলিশ ইউনিয়নের প্রধান রুডি মান্না বলেন, ‘আমি অবশ্যই আশা করব না যে তারা সবাই কারাগারে যাচ্ছে।’