বাড়ার পর নগদ কত অর্থ পাবেন নোবেলজয়ীরা?
বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো নোবেল। সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মরণে প্রতিবছর ছয়টি ক্যাটাগরিতে বিশ্বসেরাদের এই পুরস্কার দেওয়া হয়। অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়। এই পুরস্কার সম্মানের সঙ্গে সঙ্গে এনে দেয় খ্যাতি, সম্মান ও অর্থও।
এদিকে, ২০২৩ সালে নোবেলজয়ীদের পুরস্কার হিসেবে অতিরিক্ত নগদ অর্থ দেওয়া হবে। আগের বছরের তুলনায় এ বছরে পুরস্কারের অর্থমূল্য হিসেবে বাড়তি ৮৪ হাজার ইউরো (ইউরোপের মুদ্রা) দেওয়া হবে। চলতি বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ২৪ হাজার ইউরো বা এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (সুইডেনের মুদ্রা)। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
পুরস্কার হিসেবে নগদ অর্থের পরিমাণ বাড়ানোর ঘোষণার মাধ্যমে ১০০ বছরেরও বেশি ইতিহাসে পুরস্কারটিকে সবচেয়ে মূল্যবান করে তুলেছে।
সর্বশেষ এক দশকে বেশ কয়েকবার নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ানো বা কমানো হয়েছে। ২০১২ সালে পুরস্কারের অর্থমূল্য কমানো হয়। তবে, দশকটির শেষ দিকে ফের অর্থমূল্য বাড়ানো হয়।
একি বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন বলছে, ‘আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে। ২০২২ সালের শেষ নাগাদ পর্যন্ত ফাউন্ডেশন বিনিয়োগ করা মূলধনের বাজারমূল্য পাঁচ দশমিক ৭৯৯ বিলিয়ন ক্রোনায় পৌঁছেছে।’