ছদ্মবেশী সাত বৌদ্ধ ভিক্ষু থাই পুলিশের হাতে ধরা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার গ্রেপ্তারকৃতরা অভিবাসন সংক্রান্ত যাচাই-বাছাই এড়াতে বৌদ্ধ ভিক্ষুর বেশ ধরেছিলেন তারা। থাইল্যান্ডের গণমাধ্যম দ্য থাইগার আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। তারা বলছে, ওই সাতজনই বাংলাদেশি।
প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, সোংখলা ইমিগ্রেশন পুলিশ ও হাত ইয়ে ট্যুরিস্ট পুলিশ ওসব বাংলাদেশিকে গ্রেপ্তার করে। বেনামি তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার চেষ্টা করছিল গ্রেপ্তারকৃতরা। কর্তৃপক্ষের অভিযান এড়াতে নিজেদের মাথা মুণ্ডন করে ভিক্ষুর বেশ ধরেন তারা। এই বাংলাদেশি গ্রুপটির নেতৃত্ব দিচ্ছিলেন ৪৬ বছর বয়সী রূপদাহ। বিষয়টি স্বীকারও করেছেন তিনি।
অনুসন্ধানে কর্তৃপক্ষ জানতে পেরেছে, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে। তারা মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে।
সাতজনের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। ওয়াট খোক সামানখুন থেকে তাদের হাত ইয়ে পুলিশ স্টেশনে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে তাদের বাংলাদেশে পাঠানো হবে।