ইউক্রেনে সামরিক সহায়তার ঘোষণা সুইডেনের
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে ১৯ কোটি ইউরো (ইউরোপের মুদ্রা) বা ২২০ কোটি ক্রোনা (সুইডেনের মুদ্রা) মূল্যের সামরিক সহায়তা ঘোষণা দিয়েছে সুইডেন। আজ শুক্রবার (৬ অক্টোবর) স্টকহোম থেকে এই ঘোষণা আসে। সুইডেনের নতুন সামরিক সহায়তার মধ্যে রয়েছে গ্রিপেন যুদ্ধবিমানও। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, রুশ আগ্রাসনের পর থেকেই কিয়েভকে সমর্থন দিয়ে আসছে সুইডেন। এর আগেও দেশটির সামরিক সহায়তা করছে দেশটি। নতুন সামরিক সহায়তার একটি বড় অংশ ইতোমধ্যে ইউক্রেনকে সরবরাহ করেছে তারা।
আজ সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসন বলেন, ‘আমরা একটি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। এজন্যই তাদের দীর্ঘমেয়াদী টেকসই সহায়তা প্রদান করতে হবে।’
এএফপি বলছে, নতুন সহায়তায় ইউক্রেনকে স্যাটেলাইট যোগাযোগ সরঞ্জাম সরবরাহ করবে সুইডেন। পাশাপাশি ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ দেবে তারা।
সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত কিয়েভকে ১৪ প্যাকেজে সহায়তা দিয়েছে স্টকহোম, যার আনুমানিক মূল্য ১৯০ কোটি ইউরো।
নিজস্ব প্রযুক্তিতে তৈরি গ্রিপেন যুদ্ধবিমান কিয়েভকে দিতে আগামী ৯ নভেম্বরের মধ্যে সুইডিশ সামরিক বাহিনীকে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেনীয় পাইলটরা ইতোমধ্যে গ্রিপেন যুদ্ধবিমানের আগমনের প্রত্যাশায় প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে।