ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলের
ইসরায়েলের সীমান্তে বসবাসরত ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের এই নির্দেশনা দেওয়া হচ্ছে। আজ রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
সীমান্তে কাছে বাস করা তিন সন্তানের ফিলিস্তিনি বাবা আহমেদ আবু আমরা আল-জাজিরাকে বলেন, ‘আমাদের কোথাও যাওয়ার নেই।’
এই বাবা আরও বলেন, ‘পুরো সীমান্ত এলাকার মতো আমাদের বাড়িও বোমা হামলার হুমকির মধ্যে রয়েছে। সবচেয়ে খারাপ দিক হলো, আমি আমার বাচ্চাদের এবং অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে রাস্তায় নিজেকে খুঁজে পেয়েছি। কোথায় যেতে হবে তা জানতাম না। সীমান্তের কাছের এলাকাটি যুদ্ধক্ষেত্রের মতো। আমাদের কোথাও নিয়ে যাওয়ার মতো কোনো পরিবহণ নেই।’
আহমেদের ভাই খালেদ বলেন, ‘বাড়ি ছেড়ে যেতে বাধ্য হওয়ারা স্কুলে আশ্রয় নিচ্ছে। তাদের আশা, ইসরায়েল সেই ভবনগুলোতে বোমা ফেলবে না।’
এদিকে, দুপক্ষের সংঘর্ষে হু হু করে বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হামলায় ইতোমধ্যে ৬৫৯ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজার ১৫৬ জন। আর ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৮০ ফিলিস্তিনি মারা গেছে। আহত হয়েছে দুই হাজার ২০০ এর বেশি।
গাজায় অবস্থান করা আল-জাজিরার সংবাদ দাতা তারেক আবু আজ্জুম জানান, সেখানে ইসরায়েলে বিমান হামলা চলমান। এতে করে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে গাজার বাসিন্দারা। ইসরায়েলের হামলায় ইসলামিক ন্যাশনাল ব্যাংক ভবন ধ্বংস হয়ে গেছে। ওই ভবনটির পাশেই অবস্থান করছিল আল-জাজিরার বেশ কয়েকজন সাংবাদিক। এ ছাড়া আরও কয়েকটি বেসামরিক অবকাঠামো মাটিতে মিশে দেওয়া হয়েছে। গাজার ৮০ শতাংশ বাড়িই বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন।