ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন ইসরায়েলিরা
ভিসা ছাড়াই এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন ইসরায়েলের নাগরিকেরা। ভ্রমণ ও ব্যবসার কাজে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন তারা। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাইডেন প্রশাসন থেকে এই ঘোষণা দেওয়া হয়। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর সপ্তাহ দুয়েকের মধ্যেই এই ঘোষণা এলো। খবর নিউইয়র্ক টাইমসের।
ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশের সুযোগের বিষয়টি গত ২৭ সেপ্টেম্বরই জানিয়েছিল দেশটির স্টেট ডিপার্টমেন্ট। ঝামেলামুক্ত ভিসা কার্যক্রমের আওতায় যুক্তরাষ্ট্র ৪০ দেশের নাগরিককে এই ভ্রমণ চালুর সিদ্ধান্ত নেয়, যার মধ্যে ইসরায়েল ছিল। যদিও ৩০ নভেম্বর প্রোগ্রামের আওতায় ইসরায়েলিরা ভিসার জন্য আবেদন করতে পারবে বলে জানানো হয়েছিল। যদিও হামাস-ইসরায়েল যুদ্ধের মধ্যে গতকাল থেকেই শুরু হয়েছে এই সুবিধা।
এখন থেকে ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে দেশটির ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশনে (ইএসটিএ) আবেদন করতে হবে। ইএসটিএ ব্যবস্থার মাধ্যমে কোনো দেশের নাগরিক ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য কি না, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়।
তবে, ১৮ বছরের বেশি বয়সী যেসব ইসরায়েলির বায়োমেট্রিক পাসপোর্ট নেই, তারা ইএসটিএর মাধ্যমে আবেদন করতে পারবেন না। যাদের ইএসটিএ থেকে প্রত্যাখ্যান করা হবে, তারা সাধারণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া যেসব ইসরায়েলির বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসা আছে, তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওই ভিসার আওতায় দেশটিতে ভ্রমণ করতে পারবেন।