ভারতে বজ্রাঘাতে নিহত ১৮
ভারতের গুজরাটে বজ্রপাতে ১৮ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় গতকাল রোববার (২৬ নভেম্বর) রাতে প্রদেশজুড়ে অসময়ের বজ্রাঘাতে হতাহতের এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, শীতের মৌসুমে গুজরাটে ঝড়বৃষ্টি দেখা যায় না। তবে, হঠাৎ করে প্রদেশটিতে এবার ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে করে আটকা পড়েছে অনেকে। এ ছাড়া ভারী বৃষ্টিপাতে সৃষ্ট হড়কাবান ও বজ্রপাতে প্রতিবছর ভারতজুড়ে কয়েক ডজন মানুষ প্রাণ হারান। অমৌসুমি বৃষ্টিপাতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে বিজ্ঞানীরা। তাদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে।
এক বিবৃতিতে গতকাল গভীর রাতে গুজরাট কর্তৃপক্ষ জানিয়েছে, অতি বৃষ্টিতে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া বজ্রপাতে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছে ৪০ প্রাণীও।
প্রাকৃতিক দুর্যোগে নিহতের ঘটনায় শোক জানিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’