গাজায় যুদ্ধবিরতির দাবিতে সাধারণ পরিষদে প্রস্তাব পাস
জাতিসংঘ সাধারণ পরিষদ মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক ভোটাভুটিতে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। সাধারণ পরিষদে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে তাদের ভোট দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং ২৩টি দেশ ভোট প্রদানে বিরত থাকে। নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাবে পক্ষে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সাধারণ পরিষদে এ ধরনের উদ্যোগ নেওয়া হলো। খবর এএফপির।
গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তোলা একটি প্রস্তাব ইসরায়েলের সবচেয়ে ক্ষমতাশালী মিত্র যুক্তরাষ্ট্রের ভেটোর মুখে বাতিল হয়ে যায়।
এদিকে, গাজায় নির্বিচার বোমাবর্ষণের কারণে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বের সমর্থন হারাতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের প্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিলেন তিনি।
গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায়। এতে এক হাজার ২০০ লোক নিহত হয় যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ ছাড়া হামাস ২৪০ জন লোককে অপহরণ করে নিয়ে যায়।
এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় ব্যাপক বোমাবর্ষণ করতে থাকে যাতে প্রায় ১৮ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
গত ১ ডিসেম্বর শেষ হওয়া সাতদিনের যুদ্ধবিরতিতে হামাস ৮০ জন ইসরায়েলিসহ ১০৫ জন জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে ২৪০ জন ফিলিস্তিনিকে মুক্ত করে দেয়।
এর আগে জো বাইডেনের বিভিন্ন বক্তব্য ও মন্তব্য সংঘাতকে বাড়িয়ে দিলেও গতকাল মঙ্গলবার তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফিলিস্তিন প্রসঙ্গে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পথে তার অবস্থান পরিবর্তন করতে হবে।
তবে, সংঘাত পরবর্তী গাজায় কীভাবে শাসনকাজ পরিচালিত হবে তা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন নেতানিয়াহু।
এদিকে, আজ যুদ্ধ শুরু হওয়ার ৬৮তম দিনেও গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ হয়নি। পাশাপাশি গতকাল পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও সাতজন নিহত হয়েছে।