মস্কোর ৩০ ড্রোন ভূপাতিতের দাবি কিয়েভের
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে এসব হামলা চালানো হয় বলে আজ শনিবার কিয়েভ থেকে বলা হয়। এর মধ্যে একটি বাদে ৩০টি ড্রোনই ভূপাতিতের দাবি করছে ইউক্রেনের বিমান বাহিনী। অন্যদিকে, রাশিয়ার দাবি, তারা দুটি সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলা ব্যর্থ করেছে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, রাজধানী কিয়েভ, দেশটির দক্ষিণের অঞ্চল খেরসন, পশ্চিমের অঞ্চল খেমেলনিটস্কিসহ অনেক জায়গায় রাতে ড্রোন হামলা চালায় রাশিয়া। এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ‘হামলায় মোট ৩১টি ড্রোনের ব্যবহার করা হয়, আর সবগুলো ড্রোন ইরানের নিজস্ব প্রযুক্তি তৈরি শাহেদ-১৩৬/১৩১ ড্রোন।’
২০২২ সালের নভেম্বরে খেরসনের নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় বাহিনী। তবে, খেরসনের পার্শ্ববর্তী দিনিপ্রো নদীর তীরে এখনও দুপক্ষের লড়াই চলমান।
এদিকে, অধিকৃত খেরসনে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহতের কথা জানিয়েছে মস্কো। রাশিয়ার বেলগর্ড প্রদেশের গভর্নর ভাচেস্লাভ গ্ল্যাডকভ জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সীমান্তে ৪১টি হামলা হয়েছে।
অন্যদিকে, রাশিয়া গতকাল শুক্রবার জানিয়েছে, দুটি সীমান্ত অঞ্চলে ধারাবাহিক ইউক্রেনীয় ড্রোন হামলা ব্যর্থ করেছে তারা। এর মধ্যে দুই ঘণ্টার ব্যবধানে অধিকৃত ক্রিমিয়ায় ২৬ ড্রোন ভূপাতিত করা হয়।