আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডোয় অযোগ্য ট্রাম্প
যুক্তরাষ্ট্রে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) সংবিধানের বিদ্রোহ সম্পর্কিত একটি ধারা উদ্ধৃত করে এ রায় দিয়েছেন কলোরাডোর সুপ্রিম কোর্ট। খবর বিবিসির।
আগামী নির্বাচনে অঙ্গরাজ্যটিতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণার পক্ষে মতামত দেন আদালতের চারজন বিচারক, আর বিপক্ষে মত দেন তিনজন। রায়ে বলা হয়, প্রায় তিন বছর আগে ইউএস ক্যাপিটল দাঙ্গায় জড়িত ছিলেন তিনি।
ট্রাম্পের প্রচারণা শিবির আদালতের এ সিদ্ধান্তকে গণতন্ত্রবিরোধী বলে অভিহিত করেছে। একইসঙ্গে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে তারা।
একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে অযোগ্য ঘোষণা করতে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর ৩নং ধারাটি এবারই প্রথম ব্যবহার করা হলো। নিউ হ্যাম্পশায়ার, মিনেসোটা ও মিশিগানে ট্রাম্পকে নির্বাচনি লড়াইয়ে অযোগ্য ঘোষণার অনুরূপ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবারের এই সিদ্ধান্ত আগামী মাসের আপিল শুনানি হওয়া পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। এ ছাড়া কলোরাডোর বাইরে অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে এ রায় প্রযোজ্য নয়। এই রায় শুধু আগামী ৫ মার্চ রাজ্যের প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ নির্বাচনে রিপাবলিকান ভোটাররা প্রেসিডেন্ট পদের জন্য তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। এ রায় আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠেয় কলোরাডোর সাধারণ নির্বাচনকেও প্রভাবিত করতে পারে।
রায়ে বিচারপতিরা উল্লেখ করেন, ‘আমরা হালকাভাবে এই সিদ্ধান্তে পৌঁছাইনি। আমরা এখন আমাদের সামনে আসা প্রশ্নগুলোর মাত্রা ও ওজন সম্পর্কে সচেতন। একইভাবে আমরা ভয় বা দয়া ছাড়াই আইন প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের পবিত্র দায়িত্ব সম্পর্কে সচেতন। একইসঙ্গে আমরা জনসাধারণের প্রতিক্রিয়ার দ্বারা প্রভাবিত না হয়ে আইনের বাধ্যবাধকতা অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছাতে সতর্ক রয়েছি।’
যদিও এবারের রায়টি কলোরাডোর একজন বিচারকের দেওয়া আগের সিদ্ধান্তের বিপরীত। ওই বিচারক রায় দিয়েছিলেন, সংবিধানের ১৪তম সংশোধনীর বিদ্রোহের নিষেধাজ্ঞা প্রেসিডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ ধারাটিতে তাদের বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
তবে নিম্ন আদালতের এই বিচারকও বলেছেন, ট্রাম্প ইউএস ক্যাপিটল দাঙ্গায় জড়িত ছিলেন। তার সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসে হামলা চালান, যখন আইনপ্রণেতারা প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়কে স্বীকার করে নিয়েছিলেন।
কলোরাডো সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ২০২৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর হবে না। এটি রাজ্যটির প্রেসিডেন্সিয়াল প্রাইমারি নির্বাচনের ব্যালট ছাপানোর শেষ সময়সীমা।