গাজার দক্ষিণাঞ্চলের আরও মানুষকে সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের
অবরুদ্ধ উপত্যকা গাজার দক্ষিণাঞ্চল থেকে আরও লোকজনকে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক সমন্বয় সংস্থা ওসিএইচএ জানিয়েছে, গাজার খান ইউনিস শহরের ২০ শতাংশ এলাকা নিয়ে নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ওই মানচিত্রে চিহ্নিত করা হয়েছে কতটুকু এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে হবে। যুদ্ধ শুরুর আগে এসব এলাকায় প্রায় ১১ লাখ ১০ হাজার লোক বসবাস করতেন। খবর এএফপির।
ওসিএইচএ জানায়, নতুন যে এলাকাগুলোর কথা বলা হয়েছে, সেখানে ৩২টি আশ্রয় শিবির রয়েছে। আর এগুলোতে বাস করছে এর আগে গাজার উত্তর অংশ থেকে বাস্তুচ্যুত হয়ে আসা এক লাখ ৪০ হাজার ফিলিস্তিনি।
বুধবার (২০ ডিসেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, খান ইউনিসে বেশ কিছু সন্ত্রাসী সংগঠন ও অবকাঠামোতে স্থল, জল ও আকাশপথে অভিযান পরিচালনা করছে সামরিক বাহিনী।
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় গত ৭ অক্টোবর। ওই দিন গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায়। ওই হামলায় এক হাজার ১৪০ জন ইসরায়েলি নিহত হন। এ ছাড়া হামাস দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যায়।
এর প্রতিশোধ নিতে গাজায় ব্যাপক পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামাস সরকারের সূত্র অনুসারে, চলমান এই হামলায় এখন পর্যন্ত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরীহ শিশু ও নারী।