রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনে চলছে তীব্র লড়াই
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইনের কিয়াকতাউ শহরে প্রচণ্ড লড়াই চলছে। সেখানকার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) সেনাবাহিনীর নবম মিলিটারি অপারেশন্স কমান্ডে (এমওসি-৯) হামলা চালিয়েছে। ওই হামলার পর গুরুত্বপূর্ণ শহরটিতে শুরু হয়েছে তীব্র লড়াই। রাখাইনের স্থানীয় সংবাদমাধ্যম নারিনাজারা নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) বলেছে, কিয়াকতাউ শহরে শুক্রবার দিনভর লড়াই হয়েছে, যা মধ্যরাত থেকে তীব্র আকার ধারণ করে। সূত্রটি বলেছে, ‘এমওসি-৯-এ আরাকান আর্মির সদস্যরা গত তিন থেকে চার দিন ধরে হামলা চালাচ্ছে। শুক্রবার সকাল থেকে হামলার তীব্রতা বৃদ্ধি পায়। আমরা জানতে পেরেছি আরাকান আর্মি সেখানে এগিয়ে আছে এবং এমওসি-৯ এর কার্যালয়ে প্রবেশ করেছে।’
স্থানীয়রা বলেছেন, কিয়াকতাউয়ের এমওসি-৯ জান্তাবাহিনীর একটি ডিভিশন। বিবৃতিতে এই ডিভিশন দখলের চেষ্টার কথা উল্লেখ করেছিল ব্রাদারহুড অ্যালায়েন্স।
এদিকে, রাখাইনের আরেক শহর পাউয়াকতোর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। এখন তারা কিয়াকতাউ, মারুক-উ, মিনবায়া এবং রাথেডংয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে নিয়মিত হামলা চালাচ্ছে। এসব অঞ্চলে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা এখনও আত্মসমর্পণ করেনি।