স্থায়ী শান্তির জন্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ, নেতানিয়াহুকে শলৎজ
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের সঙ্গে দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপের সময় তিনি এ কথা বলেন। খবর ডনের।
শলৎজের মুখপাত্রের এক বিবৃতিতে জানিয়েছেন, গতকাল সোমবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন জার্মান চান্সেলর। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, জার্মান সরকারের মতে একমাত্র দ্বিরাষ্ট্র নীতি নিয়ে আলোচনাই মধ্যপ্রাচ্য সংকট সমাধানের সম্ভাবনা তৈরি করতে পারে। আর গাজা ও পশ্চিম তীর উভয় অংশেই এটির বাস্তবায়ন করতে হবে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মস্কো সোমবার এ তথ্য জানিয়েছে। তারা ইউক্রেন ও গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নয়ন’ বিষয়ে একমত হয়েছেন।