আল-আকসা হাসপাতাল এলাকায় ইসরায়েলি হামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/08/britainpalestiniansisraelconflictprotest.jpg)
লন্ডনে গাজায় হামলা বিরোধী আন্দোলন। ছবি : এএফপি
মধ্য গাজার দেইর আল বালাহতে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতাল মিনিটে মিনিটে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। খবর আল-জাজিরার।
কাতার ভিত্তিক গণমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী দেইর আল বালাহ শহরের হাসপাতালটির আশপাশে বিমান হামলা চালিয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/08/israel_in.jpg)
রাফাহর কুয়েত স্পেশালিটি হাসপাতালের পরিচালক বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত মানুষের রাস্তায় কয়েক ডজন মরদেহ রয়েছে। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধারের জন্য প্রস্তুত। তবে, তাদের কাছে পৌঁছাতে পারেনি।