কেনিয়ায় সরকারিবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ৩০ : এইচআরডব্লিউ
কেনিয়ার পার্লামেন্টে গত ২৫ জুন কর বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব নিয়ে যখন ভোটাভুটি চলছিল, ঠিক সে সময় রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট সংলগ্ন এলাকা। কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু করে জনতা। সেই বিক্ষোভে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে দাবি হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ)। আজ শনিবার (২৯ জুন) এক বিবৃতিতে এই দাবি করা হয়। খবর এএফপির।
ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, এইচআরডব্লিউর বিবৃতি বলছে—কেনিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ২৫ জুনের বিক্ষোভে সরাসরি গুলি চালিয়েছে। সেই বিক্ষোভ থেকে কাউকে পালানোর সুযোগও দেওয়া হয়নি।
হিউম্যান রাইটস ওয়াচের আফ্রিকা অঞ্চলের সহযোগী পরিচালক ওটসিয়েনো নামওয়ায়া বলেন, কাউকে পালানোর সুযোগ না দিয়ে ভীড়ের মধ্যে নির্বিচারে গুলি চালানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কেনিয়া ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
গত মঙ্গলবার দেশটির পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ ও বিক্ষোভস্থালে গুলির ঘটনায় সেদিনই ১০টি পশ্চিমা দেশ উদ্বেগ প্রকাশ করে। ওদিন এএফপির প্রতিবেদনে জানানো হয়, ১০টিরও বেশি পশ্চিমা দেশ কেনিয়ায় সহিংসতায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানায়। কানাডা, জার্মানি, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন যৌথ বিবৃতিতে জানায়, তারা ‘কেনিয়ার পার্লামেন্টের বাইরের দৃশ্য দেখে হতবাক।’