লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ
লক্ষ্মীপুরে অবৈধভাবে চলাচলকারী যানবাহন বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে নিসআর কর্মীরা।
এ সময় প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী ও মালবাহী যানবাহনের চালকরা।
পরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ যান চলাচল বন্ধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
আন্দোলনকারীরা জানায়, লক্ষ্মীপুর-মুজচৌধুরীহাট, লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়কে গত ২১ দিনে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই অবৈধভাবে চলাচলকারী যানবাহনের চাপায় মারা যায়। দ্রুত এসব অবৈধ যানবাহন চলাচলের বন্ধ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসুচির হুঁশিয়ারী দেয় তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, দীর্ঘদিন ধরে মালিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করে অবৈধ যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। দুঃখের বিষয় তা অনেক ক্ষেত্রে মানছে না। দ্রুত এসব অবৈধ যানবাহন বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।