দ্বিতীয় মেয়াদে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা
নিজের দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) জোট সরকারের অংশ হওয়ার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা। খবর এএফপির।
গত ২৯ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দল সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দক্ষিণ আফ্রিকায় জোট সরকার গঠনের তৎপরতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১৪ জুন) কেপটাউনে আইনপ্রণেতারা তেমন কোনো বিরোধিতা ছাড়াই ৭১ বছর বয়সী সিরিল রামাফোসাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন।
নির্বাচিত হয়ে গ্রহণযোগ্যতার স্বীকৃতিমূলক বক্তব্যে রামাফোসা বলেন, ‘জাতীয় পরিষদের সদস্যরা আমাকে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি।’
দক্ষিণ আফ্রিকায় গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির অবিসংবাদিত প্রয়াত নেতা নেলসন মেন্ডেলার এএনসি তিন যুগ ধরে বজায় রাখা একচ্ছত্র আধিপত্য হারায়। এই নির্বাচনে বর্ণবাদ বিরোধী দলটি প্রথমবারের মতো মাত্র ৪০ শতাংশ ভোট পায় আর এ কারণে পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারায় দলটি। এরপর সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দেয় এএনসি।
শুক্রবারের বক্তব্যে সিরিল রামাফোসা বলেন, ‘এটি আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ, এ সময়ে আমাদের একসঙ্গে থেকে কাজ করাটা খুবই প্রয়োজন।’
এএনসির মহাসচিব ফিকিলে মবালুলা গতকাল শুক্রবার জানিয়েছেন, জোট সরকারে একতার কাতারে এসেছে ১৮টি দল এবং তারা জাতীয় পরিষদে ৪০০টি আসনের প্রতিনিধিত্ব করছে। এসব দলের মধ্যে রয়েছে ডানপন্থি ডেমোক্র্যাটিক এলায়েন্স, জুলু ন্যাশনালিস্ট ইনকাথা ফ্রিডম পার্টি ও অন্যান্য ছোট কয়েকটি দল।
গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে রামাফোসা ২৪৩ জন পার্লামেন্ট সদস্যের ভোট পান। অন্যদিকে শেষ বেলায় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত ইকোনোমিক ফ্রিডম ফাইটার্স দলের জুলিয়াস মেলেমা পান মাত্র ৪৪ ভোট।
আগামী সপ্তাহে প্রিটোরিয়ায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন সিরিল রামাফোসা এবং এরপর গঠন করবেন নতুন সরকারের মন্ত্রিসভা।