ট্রাম্পকে দুপুরের খাবার বানিয়ে খেয়ে নেবেন পুতিন : কমলা হ্যারিস
বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্কের সময় ট্রাম্প বাইডেনকে ‘অনুপস্থিত প্রেসিডেন্ট’ হিসেবে সমালোচনা করেছেন। এর পাল্টা জাবাবও দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে টিভি বিতর্কে অংশ নিয়ে কমলা বলেন, ‘আপনি বাইডেনের বিরুদ্ধে লড়ছেন না, আপনি আমার বিরুদ্ধে লড়ছেন।’ ইউক্রেনের প্রশ্নে ফিরে গিয়ে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার (বাইডেন) দৃঢ় সম্পর্ক রয়েছে।
কমলা হ্যারিস ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘আমাদের ন্যাটো মিত্ররা এতই কৃতজ্ঞ যে কারণে আপনি এখন আর প্রেসিডেন্ট নন।’
‘অন্যথায়, পুতিন কিয়েভে বসে থাকতেন এবং তার চোখ থাকত ইউরোপের বাকি অংশের দিকে’, বলেন কমলা। তিনি আরও বলেন, ‘পুতিন একজন স্বৈরশাসক, যিনি আপনাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে নেবেন।’
জবাবে ট্রাম্প তখন হ্যারিসকে ‘ইতিহাসের সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে অভিহিত করেন। ট্রাম্প বলেন, তিনি (কমলা) আক্রমণ শুরুর আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা করে যুদ্ধ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন।