লেবাননে প্রবেশের আগেই বোমার ফাঁদ পাতা হয়েছিল পেজারগুলোতে
লেবাননজুড়ে বিস্ফোরিত হওয়া হাতে বহনযোগ্য যোগাযোগ যন্ত্রগুলোতে (পেজার ও ওয়াকিটকি) বোমার ফাঁদ পাতা বা বুবি-ট্র্যাপ বসানো হয়, সেগুলো বাইরে থেকে দেশটিতে প্রবেশের আগেই। লেবাননি কর্তৃপক্ষ পরিচালিত একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। জাতিসংঘে লেবাননের মিশন সূত্রে বিষয়টি জানা গেছে। খবর এএফপির।
গত মঙ্গলবার ও বুধবার লেবাননজুড়ে পরিচালিত এই হামলার জন্য মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করে আসছে। এএফপির হাতে আসা তদন্ত প্রতিবেদন সংক্রান্ত একটি চিঠি থেকে জানা গেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই ডিভাইসগুলোতে পেশাদার লোকের মাধ্যমে বুবি ট্র্যাপ বা দেখতে নিরাপদ মনে হয়, এমন বোমার ফাঁদ পেতে রাখা হয়েছিল এবং সেগুলো বিস্ফোরিত হয় ডিভাইসগুলোতে ইমেইল পাঠানোর মাধ্যমে।
ডিভাইসগুলো বিস্ফোরিত হয়ে ৩৭ জন নিহত ও প্রায় তিন হাজার লোক আহত হয়। এগুলো ব্যবহারকারী লোকজনের বেশিরভাগই ছিলেন হিজবুল্লাহর সক্রিয় সদস্য।
পেজার ও ওয়াকিটকি নিয়ে সুপারমার্কেটে বাজার করার সময়, রাস্তায় হাঁটার সময় বা জানাজায় অংশ নেওয়ার সময় যোগাযোগ যন্ত্রগুলোতে সন্নিবেশিত বোমাগুলো বিস্ফোরিত হলে পুরো লেবাননজুড়ে তৈরি হয় আতঙ্কজনক পরিস্থিতি।
জাতিসংঘের লেবানন মিশন এই হামলাকে ‘অভূতপূর্ব নৃসংশতা’ হিসেবে অভিহিত করে গাজা ও লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতার ওপর জোর দিয়েছে। বিস্ফোরণ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) পরিকল্পিত আলোচনাকে সামনে রেখে লেবানন হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। এই বৈঠকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ হাবিব যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।