দক্ষিণ বৈরুতে ইসরায়েলের বিমান হামলা
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অংশে গতকাল রোববার (৬ অক্টোবর) চারবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সরকারি গণমাধ্যমগুলো এই তথ্য দিয়েছে। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশের কিছুক্ষণ পরেই শুরু হয় বোমা হামলা। গত কয়েকদিন যাবৎ ইসরায়েল লেবাননের মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর শক্ত অবস্থান হিসেবে পরিচিত এই অঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে আসছে। খবর এএফপির।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, বৈরুতের দক্ষিণ উপকন্ঠে শত্রুর বিমানগুলো দুটি হামলা চালিয়েছে। এর মধ্যে সেইন্ট থেরেসে এলাকায় প্রথম হামলাটি চালানো হয় আর দ্বিতীয় হামলাটি হয় বুর্জ আল-বারাজনে এলাকায়। এছাড়া সংবাদ সংস্থাটি বৈরুতের আরও দুটি স্থানে হামলার খবর দিয়েছে।
এদিকে আজ সোমবার (৭ অক্টোবর) ভোররাতে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বৈরুতে হিজবুল্লাহর ‘সন্ত্রাসী’ অবস্থান ও অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৈরুতের হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালিয়েছে।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই বৈরুতের দক্ষিণ উপকন্ঠের বুর্জ আল-বারাজনেহ ও হাদাত এলাকা থেকে সেখানকার অধিবাসীদের সরে যাওয়ার জন্য নির্দেশনা দেন।
এছাড়া শনিবার রাত থেকে রোববার পর্যন্ত বৈরুতের দক্ষিণে ৩০টিরও বেশি বিমান হামলা চালায়। সাম্প্রতিক সময়ে এটাই সেখানে পরিচালিত সবচেয়ে শক্তিশালী হামলা।