ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণে ভয়াবহ ধ্বংসযজ্ঞ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/09/lebaann-haamlaa-thaamb.jpg)
লেবাননের সরকারি গণমাধ্যমগুলো দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) ইসরায়েলি হামলায় ব্যাপক ও ভয়াবহ ধ্বংসযঞ্জের খবর জানিয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে সর্বশেষ বিমান হামলায় সেখানকার বুর্জ আল-বারাজনেহ এলাকার চারটি পাশাপাশি দাঁড়িয়ে থাকা বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খবর এএফপির।
বৈরুতের বিভিন্ন এলাকার ধ্বংসলীলার বর্ণনা দিয়ে গিয়ে এনএনএ জানায়, রাজধানীর দক্ষিণ উপকণ্ঠের এলাকাগুলো ইসরায়েলের সিরিজ হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে দেখা দিয়েছে। সর্বশেষ আল-কাফাত এলাকার প্রধান সড়কটিতে হামলা চালানো হয় এবং সেখানে ভয়াবহ ধ্বংসলীলা চালানো হয়েছে।
এনএনএ আরও জানায়, সাম্প্রতিক বিমান হামলায় বুর্জ আল বারাজনেহ এলাকার চারটি বহুতল ভবন ভেঙে পড়েছে। এ ছাড়া ওই এলাকায় আরও বেশ কয়েকটি হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। গত কয়েকদিন ধরে একটানা বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/10/09/lebaann-haamlaa-inaar.jpg)
গাজা যুদ্ধ শুরুর পর গত এক বছর ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের গোলাবর্ষণের পাল্টাপাল্টি ঘটনা ঘটে আসছিল।
তবে গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা শুরু করে। এসব হামলায় এ পর্যন্ত এক হাজার ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর জীবন বাঁচাতে বাড়িঘর ছেলে পালিয়ে গেছে ১০ লাখেরও বেশি মানুষ।
গত মাসে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল।