উত্তরাখণ্ডে বাস খাদে, মৃত অন্ততপক্ষে ৩৬
ভারতের উত্তরাখণ্ডের রামনগরের কাছে একটি বাস খাদে পড়ে যায়। সোমবার এই দুর্ঘটনায় অন্ততপক্ষে ৩৬ জন মারা গেছেন। তবে, বাসটিতে প্রচুর যাত্রী ছিলেন। সেখানে ৪৫ জনের বসার জায়গা ছিল। মৃতদের মধ্যে একাধিক শিশু আছে বলে প্রশাসন জানিয়েছে।
বাসটি মারচুলার কাছে দুইশ ফিট গভীর খাদে পড়ে যায়। বাসটি গারোয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চলছে।
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি সারারাত চলেছে। গন্তব্যের আর মাত্র ৩৫ কিলোমিটার আগে সেটি দুর্ঘটনাগ্রস্ত হয়। অনেকে দুর্ঘটনার পরই মারা যান। নয়জন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। তিনজন গুরুতর আহতকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে আরো গতি আনতে বলা হয়েছে। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, খুবই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। আলমোরা জেলার মারচুলার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছেন। গুরুতর আহতদের দরকারে হেলিকপ্টারে করে নিয়ে আসা হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্থানীয় আরটিও কর্মকর্তাদের সাসপেন্ড করা হয়েছে। নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা দেয়া হবে। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।