ভারতে কমলা হ্যারিসের নানার আদি ঠিকানায় চলছে প্রার্থনা
ওয়াশিংটন থেকে ১৩ হাজার কিলোমিটার দূরে ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু রাজ্যের থুলাসেন্দ্রাপুরাম গ্রাম। সেখানে মার্কিন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের বিজয়ের জন্য চলছে প্রার্থনা। সেখানেই নাকি কমলার মাতৃকূলের আদি ঠিকানা।
প্রায় এক শতক আগে কমলা হ্যারিসের নানা পিভি গোপালান জন্মগ্রহণ করেন থুলাসেন্দ্রাপুরাম গ্রামে যেটি এখন ভারতের তামিল নাড়ু রাজ্যের অংশ। গ্রামটির মন্দিরের কাছে একটি ছোট দোকানের মালিক মানিকচান্দ এ বিষয়ে বলেন, ‘মঙ্গলবার সকালে থেকেই মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে। যদি কমলা জিতে যান তবে উদযাপন চলতেই থাকবে।’
মন্দিরটিতে দাতা হিসেবে কমলা হ্যারিস ও তার নানার নাম পাথরে খোদাই করে লেখা রয়েছে। পাশাপাশি মন্দিরের বাইরে কমলা হ্যারিসের সাফল্য কামনা করে টানানো হয়েছে ব্যানার।
কমলা হ্যারিসের নানা গোপালান ও তার পরিবার গ্রামটি থেকে সমুদ্র তীরবর্তী শহর চেন্নাইয়ে চলে যান। সেখান থেকে একজন পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে তিনি অবসরে যান।
চার বছর আগে এই গ্রামটি বিশ্ববাসীর নজরে আসে যখন গ্রামবাসী কমলা হ্যারিসের দল ডেমোক্র্যাটিক পার্টির জন্য উপাসনায় বসেন। পরে তার বিজয়ে সেখানে পোড়ানো হয় বাজি, বিতরণ করা হয় মিষ্টিসহ খাবার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন ও এপির বরাতে আলজাজিরার ছবি থেকে নেওয়া তথ্যে এসব কথা জানা গেছে।
কমলা হ্যারিস ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের সবচেয়ে জমজমাট ভোটের লড়াইয়ে অবতীর্ন হয়েছেন আজ। ভোটের লড়াই জমজমাট হওয়ার কারণে এর ফল প্রকাশে সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।