ট্রাম্প-কমলা : কে কোন অঙ্গরাজ্যে জয় পেলেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ইতোমধ্যে ভোট গণনা শেষে বেশ কিছু অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণাও শুরু হয়েছে। বাংলাদেশ সময় আজ বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২১১ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৫৩ ইলেকটোরাল কলেজ ভোট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প জিতলেন যেসব অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন নর্থ ডাকোটা-৩, সাউথ ডাকোটা-৩, ওয়াইওমিং-৩, মিসৌরি-১০, ওকলাহোমা-৭, টেক্সাস-৪০, মিসিসিপি-৬, আরকানসাস-৬, আলাবামা-৯, টেনেসি-১১, কেনটাকি-৮, ইন্ডিয়ানা-১১, ওয়েস্ট ভার্জিনিয়া-৪, সাউথ ক্যারোলাইনা-৯, ফ্লোরিডা-৩০, উটাহ-৬, লুইসিয়ানা-৮, মন্টানা-৪, ওহিও-১৭, আইডাহো-৪, কানসাস-৬ ও আইওয়া-৬।
এ ছাড়া ট্রাম্প এগিয়ে রয়েছেন—অ্যারিজোনা-১১, নেব্রাস্কা-৫, মিনেসোটা-১০, উইসকনসিন-১০, পেনসিলভানিয়া-১৯, নর্থ ক্যারোলাইনা-১৬ ও জর্জিয়া-১৬।
কমলা হ্যারিস জিতলেন যেসব অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট
বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস জয় পেয়েছেন ক্যালিফোর্নিয়া-৫৪, ওরেগন-৮, কলোরাডো-১০, নিউইয়র্ক-২৮, ভার্মন্ট-৩, ম্যাসাচুসেটস-১১, ডেলাওয়্যার-৩, মেরিল্যান্ড-১০ ও ইলিনয়-১৯।
কমলা এগিয়ে রয়েছেন—ওয়াশিংটন-১২, নিউ মেক্সিকো-৫, ভার্জিনিয়া-১৩, মিশিগান-১৫, নিউ জার্সি-১৪, কানেকটিকাট-৭, মেইন-৪ ও নিউ হ্যাম্পশায়ার-৪।