লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
লেবাননের দক্ষিণাঞ্চলে ভারী গোলাবর্ষণ ও স্থল সংঘর্ষ চলাকালে শুক্রবার হিজবুল্লাহ বা তাদের সহযোগী গোষ্ঠীগুলোর ছোড়া রকেট জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে আঘাত হেনেছে।
শুক্রবার ওই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এছাড়া রকেটের আঘাতে মিশনের চার ইতালীয় সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউএনআইএফআইএল জানিয়েছে, রকেটগুলো একটি বাঙ্কার ও একটি রসদ এলাকায় আঘাত হানায় আশপাশের অবকাঠামোর বেশ ক্ষতি হয়েছে। এক সপ্তাহের মধ্যে শামা ঘাঁটিতে এটি তৃতীয় হামলার ঘটনা।
এর আগে, শুক্রবার ইউএনআইএফআইএলের মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি বলেছিলেন যে তারা উপকূলীয় শহর নাকৌরা এবং উত্তর-পূর্বের চামা গ্রামসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ পর্যবেক্ষণ করছেন।
টেনেন্টি বলেন, ‘আমাদের ঘাঁটির আশপাশে ভারী গোলাবর্ষণের বিষয়ে আমরা অবগত।’
গত ১ অক্টোবর থেকে ইসরায়েল লেবাননে স্থল আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত ইউএনআইএফআইএলের বেশ কয়েকটি পোস্টে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন।