ভারতের উত্তরাখণ্ডে গভীর খাদে বাস, নিহত ৬
ভারতের উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলার শ্রীনগর এলাকায় ১০০ মিটার গভীর খাদে একটি বাস পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
রাজ্যটির দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) জানিয়েছে, দহলচৌড়ির কাছে দুর্ঘটনাটি ঘটে, যেখানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
তারা আরও জানান, ২৮ জন যাত্রী নিয়ে বাসটি পাউরি থেকে দহলচৌড়ি যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে সহায়তা করে এবং আহতদের পাউরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগরের একটি স্বাস্থ্যকেন্দ্রে রেফার করা হয়েছে।
পাউরি জেলা ম্যাজিস্ট্রেট আশিস চৌহান ঘটনাস্থলে পৌঁছে তার তত্ত্বাবধানে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তিনি পরিবহন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।