ঘন কুয়াশায় ঢাকা ভারতের উত্তরাঞ্চল, ট্রেন-প্লেন চলাচলে বিঘ্ন
টানা দ্বিতীয় দিনের মতো ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ভারতের উত্তরাঞ্চল। এতে তাপমাত্রা কমে গেছে এবং বেশ কয়েকটি রাজ্যে ট্রেন ও প্লেন চলাচল ব্যাহত হচ্ছে। আজ শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল ব্যাহত হওয়ায় দিল্লি বিমানবন্দর যাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে। এ ছাড়া ফ্লাইটের আপডেটের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আজ সকালে দিল্লি বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। ঘন কুয়াশায় শ্রীনগর, চণ্ডীগড়, আগ্রা, লখনউ, অমৃতসর, হিন্ডন ও গোয়ালিয়র বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্য বলে জানা গেছে।
দিল্লিগামী অর্ধ শতাধিক ট্রেন দেরিতে ছেড়েছে। বিভিন্ন ট্রেন চার থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে। এর মধ্যে বারাণসীর বন্দে ভারত এক্সপ্রেস ১৪ ঘণ্টা বিলম্বিত হয়।
গতকাল শুক্রবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যে নেমে আসায় দুই শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছিল।
এদিকে, উত্তর প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার বিচ্ছিন্ন স্থানে ঘন থেকে তীব্র ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। আইএমডি অনুসারে, আইজিআই বিমানবন্দরে বর্তমানে সাধারণ দৃশ্যমানতা শূন্য।
ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে, যার ফলে ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হচ্ছে।
এয়ার ইন্ডিয়া বলছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি এবং উত্তর ভারতের কিছু অংশে প্লেন চলাচলে প্রভাব পড়ছে।
এদিকে, দিল্লিতে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী ৬ জানুয়ারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত দিল্লির তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।