হোয়াইট হাউসে ফিরলেন মেলানিয়া ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে আবারও ফিরেছেন মেলানিয়া ট্রাম্প। আজ সোমবার (২০ জানুয়ারি) তার স্বামী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এর প্রাক্কালে মেলানিয়া হোয়াইট হাউজে আবারও ফিরেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যদিও, ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে আসেননি মেলানিয়া। শুরুর দিকে কয়েক মাস ছেলের সঙ্গে ছিলেন নিউইয়র্কে।
জানা গেছে, ১০ বছরের ছেলে ব্যারন ট্রাম্প ২০১৬ সালে নিউইয়র্কে একটি বিদ্যালয়ে পড়ত। ছেলের পড়াশোনার ক্ষতি যাতে না হয়, সেজন্য নিউইয়র্কে থেকেছিলেন মেলানিয়া। পরে অবশ্য স্বামীর সঙ্গে হোয়াইট হাউসে থেকে ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব সামলেছেন।
মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের পরিচয় ১৯৯৮ সালে, একটি পার্টিতে। এরপর প্রণয়। অবশেষে ২০০৫ সালে বিয়ে করেন তাঁরা।