শীর্ষ তালেবান নেতাদের গ্রেপ্তারের নির্দেশ আইসিসির
আফগানিস্তানে নারীদের নিপীড়ন ও অধিকার খর্ব করার অপরাধে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন বিচারক জানান, তালেবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির নারী ও নারী শিশুদের প্রতি তালেবান সরকারের নেওয়া বিভিন্ন বৈষম্যমূলক পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করেছেন আদালত।
বিচারক করিম খান বলেন, পরোয়ানা জারি করার পেছনে হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও তার প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। আফগানিস্তানে নারী ও মেয়েদের পাশাপাশি এলজিবিটিকিউ প্লাস গোষ্ঠীর সদস্যরাও তালেবান সরকার কর্তৃক নিপীড়নের স্বীকার হচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের এই পদক্ষেপ তাদের প্রতি একটি স্পষ্ট বার্তা, আফগানিস্তানে নারী ও মেয়েদের অধিকার নিশ্চিত হচ্ছে না।’
তালেবান সরকার ২০২১ সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় এলেও নারী অধিকারের বিষয়ে তাদের অবস্থান প্রথম মেয়াদ (১৯৯৬-২০০১) এর চেয়ে কিছুটা শিথিল রয়েছে। তবে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই হাইবাতুল্লাহ আখুন্দজাদা ইসলামী শরীয়াভিত্তিক আইনের কথা বলে জনপরিসরে নারীদের প্রবেশাধিকার কার্যত বন্ধ করে দেন।