তালেবান সরকারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানী কাবুলে অনুষ্ঠিত এই বৈঠকে বন্দিমুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপির।
তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও মার্কিন কর্মকর্তা অ্যাডাম বোয়েলারের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, দ্বিপক্ষীয় সম্পর্ক, বন্দিদের মুক্তি ও যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের কনস্যুলার সেবা শুরুর বিষয়ে আলোচনা হয়েছে।
হোয়াইট হাউস থেকে নিযুক্ত বোয়েলার জিম্মি মুক্তির বিষয়টি নিয়ে কাজ করেছেন। তার সঙ্গে আছেন কাবুলে নিযুক্ত ওয়াশিংটনের সাবেক দূত জালমায় খলিলজাদ। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাফিজ জিয়া জানান, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটাই ওয়াশিংটন থেকে আসা প্রথম প্রতিনিধিদল।
সমস্যা নিরসনে আলোচনার ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেন, ২০ বছর আগের যুদ্ধের পর নতুন করে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক তৈরিতে গুরুত্ব দিতে হবে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় পণবন্দিদের মুক্তির বিষয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন বোয়েলার এই বৈঠকে বন্দিদের বিষয়ে আলোচনায় অগ্রগতি এবং দুদেশের আস্থা তৈরিতে ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে এ বিষয়ে ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত মাসের শুরুতে আফগানিস্তানের বামিয়ান প্রদেশ থেকে এক চীনা-আমেরিকান নাগরিককে গ্রেপ্তারের ঘোষণা দেয় তালেবান কর্তৃপক্ষ। এই এলাকাটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় এলাকা হিসেবে পরিচিত। ২০০১ সালে তালেবানরা সেখানে বৌদ্ধ সভ্যতার বেশকিছু নিদর্শন ধ্বংস করে দেয়।

গত জানুয়ারিতে আফগানিস্তানের কারাগারে থাকা দুজন মার্কিন নাগরিকের মুক্তির বিনিময়ে আফগান যোদ্ধা খান মোহাম্মদকে মুক্ত করে দেয় যুক্তরাষ্ট্র। খান মোহাম্মদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাসের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রে।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে কোনো দেশই এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই আলোচনাকে ‘নতুন অধ্যায়’ হিসেবে দেখছে তালেবানরা।