ট্রাম্পের ক্ষমা প্রত্যাখ্যান করলেন ক্যাপিটলে দুই হামলাকারী
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরপরই ওভাল অফিসে তিনি কিছু আদেশে স্বাক্ষর করেন। যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গার সঙ্গে জড়িত প্রায় এক হাজার ৬০০ জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে মার্কিন ক্যাপিটল দাঙ্গার সাথে জড়িত দুই ব্যক্তি ট্রাম্পের সাধারণ ক্ষমা প্রত্যাখ্যান করেছেন।
রোববার (২৬ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
ক্ষমা প্রত্যাখ্যান করা ওই দুই ব্যক্তির হলেন—জেসন রিডল ও পামেলা হেমফিল। তাঁরা বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা ক্ষমা ‘প্রত্যাখ্যান’ করেছি। আমরা বিশ্বাস করি, ২০২১ সালের ৬ জানুয়ারি যারা ক্যাপিটল হিলে হামলা করেছে তাদের কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য। আমরা সেদিন ভুল করেছিলাম। আমরা মনে করি দাঙ্গার সঙ্গে জড়িত কারো ক্ষমা হওয়া উচিত নয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ বছর বয়সী হামলাকারী হেমফিল দ্য গার্ডিয়ানকে বলেছেন ‘আমি হামলা প্রত্যাখ্যান করেছি, কারণ আমি দোষী ছিলাম। এখন ক্ষমা গ্রহণ করলে ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময় ট্রাম্পের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জো বাইডেনের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে। ট্রাম্পের ক্ষমা গ্রহণ করা তাঁর মিথ্যা প্রচারণাকে আরও বাড়িয়ে তুলবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালে ক্যাপিটলে বিক্ষোভ, পিকেটিং করার জন্য দোষ স্বীকার করার হেমফিলকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অন্যদিকে জেসন রিডল ৯০ দিনের কারাদণ্ড পেয়েছিলেন। এছাড়া অপরাধ স্বীকারের পর তাঁকে ৭৫০ ডলার জরিমানাও করা হয়েছিল।
ট্রাম্প তাঁর বক্তব্যে হাজার হাজার সমর্থকদের ২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ার মিথ্যা দাবি পুনরাবৃত্তি করার পরপরই ২০২১ সালে ক্যাপিটলে (হোয়াইট হাউজে) ট্রাম্পের সমর্থনকারীরা হামলা চালায়। প্রেসিডেন্সির প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল হিলে দাঙ্গার সঙ্গে জড়িত প্রায় এক হাজার ৬০০ জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন।