সৌদি আরব তাদের খালি জায়গায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক : নেতানিয়াহু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/benjamin_netanyahu_tham.jpg)
কোনো দরকষাকষি ছাড়াই ফিলিস্তিনি রাষ্ট্র পুনর্গঠন করার কথা জানিয়েছে সৌদি আরব। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না বলেও জানায় রিয়াদ। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গ তুলে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সৌদি আরব একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে, সেখানে তাদের প্রচুর খালি জমি আছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল-১৪ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।
ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক স্বাভাবিক করার শর্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নেতানিয়াহু বলেন, তিনি এমন কোনো চুক্তি করবেন না যেটা ইসরায়েলকে বিপদে ফেলবে। বিশেষ করে ৭ অক্টোবর পরবর্তী পরিস্থিতির কারণে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় ইসরায়েল সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না বলে জানান তিনি।
নেতানিয়াহু আরও বলেন, ফিলিস্তিন নামে একটা রাষ্ট্র ছিল। সেটার একটি উপত্যকার নাম গাজা। এ গাজার নেতৃত্বে দিত হামাস, তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করতো। এর ফলে আমরা সেখান থেকে কী পেয়েছি—হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/07/saudi_arabia_in_.jpg)
এর আগে এক যৌথ সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু। ওই সম্মেলনে ‘গাজা দখলের’ পরিকল্পনার কথা জানান ট্রাম্প। সেখানে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনঃস্থাপন ও স্বাভাবিক করার ব্যাপারেও আলোচনা হয়।
তবে ওই সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবে না।