ট্রাম্পের নতুন শুল্ক নীতি : দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় ধাক্কা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/trump.jpg)
যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই দক্ষিণ কোরিয়ার স্টিল ও গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারবাজারে বড় ধাক্কা খেয়েছে। খবর বিবিসির।
এ ছাড়া ট্রাম্পের এই পদক্ষেপের ফলে সবচেয়ে বড় প্রভাব পড়বে কানাডার ওপর। কারণ যুক্তরাষ্ট্রের প্রধান অ্যালুমিনিয়াম সরবরাহকারী এবং অন্যতম শীর্ষ ইস্পাত রফতানিকারক দেশ কানাডা।
স্থানীয় সময় রোববার (৯ ফেব্রুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে নিউ অরলিন্সে সুপার বোলে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, "যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, তবে আমরাও তাদের ওপর কর বসাবো।"
ট্রাম্প জানান, তিনি সপ্তাহের শেষে আরও নতুন পাল্টা শুল্ক ঘোষণা করবেন। তবে কোন দেশগুলো টার্গেট হবে বা কোনো ছাড় থাকবে কিনা, তা তিনি স্পষ্ট করেননি।
কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্টিল বাণিজ্য অংশীদার। প্রথম দফায় ২০১৮ সালে ট্রাম্প কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের ওপর একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন, যা এক বছর পর কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রে বাতিল করা হয়। তবে ইউরোপীয় ইউনিয়নের ওপর নিষেধাজ্ঞা ২০২১ সাল পর্যন্ত বহাল ছিল।
কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। এক অনলাইন পোস্টে তিনি বলেন, "ট্রাম্পের এই নীতিগত অনিশ্চয়তা আমাদের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে।"
এদিকে, ট্রাম্পের ঘোষণার পরপরই দক্ষিণ কোরিয়ার স্টিল ও গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারবাজারে বড় ধাক্কা খেয়েছে। পসকো হোল্ডিংসের শেয়ার ৩.৬ শতাংশ কমে গেছে। এ ছাড়া হুন্দাই স্টিলের শেয়ার ২.৯ শতাংশ এবং কিয়া ক্রপের শেয়ার ৩.৬ শতাংশ কমে গেছে। দক্ষিণ কোরিয়াও যুক্তরাষ্ট্রের অন্যতম বড় স্টিল রফতানিকারক দেশ।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/10/trump_inner.jpg)
ট্রাম্পের আগের শুল্ক নীতির ফলে চীন পাল্টা ব্যবস্থা নিয়েছিল। তিনি সম্প্রতি চীনা পণ্যের ওপর ১০ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছেন, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, তিনি "মঙ্গলবার বা বুধবার" আরও নতুন শুল্ক ঘোষণা করবেন, যা ঘোষণার পরপরই কার্যকর হবে।
ট্রাম্প বলেন, "যারা আমেরিকার সুযোগ নিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবো। এটা সবার জন্য ভালো হবে, এমনকি অন্য দেশগুলোর জন্যও।"