ইলন মাস্কের ১৩তম সন্তানের মা হওয়ার দাবি মার্কিন লেখিকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন এক মার্কিন লেখিকা। অ্যাশলে সেন্ট ক্লেয়ার নামের ওই লেখিকার দাবি, পাঁচ মাস আগে ইলন মাস্কের সন্তানের মা হলেও নবজাতকের নিরাপত্তার কথা ভেবে তখনই বিষয়টি সামনে আনেননি।
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ( আগের টুইটার) এক পোস্টে এমন দাবি করেন অ্যাশলে সেন্ট ক্লেয়ার। খবর নিউ ইয়র্ক পোস্টের।
এক্সের পোস্টে অ্যাশলে লিখেন, ‘আমি পাঁচ মাস আগে পৃথিবীতে এক শিশুকে স্বাগত জানিয়েছি। ইলন মাস্ক হলেন তার পিতা।’
এরপর বিষয়টি এতদিন গোপন রাখার কারণ জানিয়ে লেখিকা বলেন, ‘আমি আগে এটি প্রকাশ করিনি, কারণ আমি আমাদের সন্তানের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষা করতে চেয়েছিলাম। তবে সম্প্রতি এক ট্যাবলয়েড মিডিয়া সন্তানের খবর জেনে যাওয়ায়, সেই খবর প্রকাশের আগেই সত্যিটা সামনে আনলাম।’
সন্তানের জন্য স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ কামনা করে অ্যাশলে বলেন, ‘আমি গণমাধ্যমের প্রতি অনুরোধ করছি যেন আমাদের সন্তানের গোপনীয়তার প্রতি সম্মান দেখায় এবং আক্রমণাত্মক প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকে।’

মাস্কের ১৩তম সন্তানের মা হওয়া দাবি করা অ্যাশলে 'এলিফ্যান্ট আর নট বার্ডস' নামের একটি বই লিখে জনপ্রিয় হয়েছিলেন।
এর কিছুক্ষণ পরেই এক্সের আরেক পোস্টে অ্যাশলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। তিনি লিখেন, ‘যারা অনুপ্রেরণামূলক মন্তব্য করেছেন তাদের প্রতি মন থেকে কৃতজ্ঞতা। আমি চাইনি আমাকে এমন একটি বিবৃতি দিতে হবে। কিছু সময়ের জন্য অনলাইন থেকে বিদায় নেব, এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই।’

তবে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ৫৩ বছর বয়সী ইলন মাস্ক বাবা হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। এর আগে তিন স্ত্রীর সংসারে ১২ সন্তান রয়েছে তার।
মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসন একজন সফল কানাডিয়ান লেখিকা। তাদের বিয়ে হয়েছিল ২০০০ সালে এবং ২০০৮ সালে তারা সম্পর্কের বিচ্ছেদ ঘটান। ছয় বছরের সংসারে ছয় সন্তানের জন্ম দেন জাস্টিন এবং ইলন মাস্ক। তাদের প্রথম সন্তান নেভাডা আলেকজান্ডার মাস্ক শিশু অবস্থায় সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম (এসআইডিএস) রোগে মারা যান। পরবর্তীতে আইভিএফ (আইভিএফ) প্রযুক্তির মাধ্যমে তারা পাঁচ সন্তান জন্ম দেন- তারা হলেন গ্রিফিন, জাভিয়ার, ত্রয়ী ড্যামিয়ান, স্যাক্সন ও কাই।
মাস্কের দ্বিতীয় স্ত্রী গ্রাইমস একজন কানাডিয়ান গায়িকা, গীতিকার, প্রযোজক এবং ভিজ্যুয়াল আর্টিস্ট। তিনি ইলেকট্রনিক, ড্রিম পপ, আর্ট পপ এবং অ্যাভান্ট-গার্ড মিউজিকের জন্য পরিচিত। গ্রাইমস এবং ইলন মাস্ক ২০১৮ সালে সম্পর্কে জড়ান। বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। গ্রাইমস ও মাস্কের তিন সন্তান রয়েছে। তারা হলেন- ছেলে এক্স অ্যাশ আর্চেঞ্জেল টুয়েলভ, মেয়ে এক্সা ডার্ক সাইডারিয়েল মাস্ক ও ছেলে টেকনো মেকানিকাস। ২০২১ সালে গ্রাইমস ও মাস্কের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হলেও তারা একসঙ্গে সন্তান লালনপালন করছেন।
কয়েকদিন আগে গ্রাইমস ও মাস্কের চার বছরের ছেলে এক্সকে হোয়াইট হাউসে ট্রাম্পের এক সংবাদ সম্মেলনে বাবার সঙ্গে থাকতে দেখা গেছে।

কানাডিয়ান প্রযুক্তি নির্বাহী ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ শিভন জিলিসের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের বিষয়টি ২০২২ সালে প্রকাশ্যে আসে। শিভন জমজ দুই সন্তানের জন্ম দিলে বিষয়টি বেশ আলোচনায় আসে। তখন আদালতের মাধ্যমে রেজিস্ট্রি করে তাদের নাম রাখা হয় স্ট্রাইডার ও আজুর। পরবর্তীতে ২০২৪ সালে শিভন আরও এক সন্তানের জন্ম দিয়েছেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে মাস্কের এই পরিবারের সবাই উপস্থিত ছিল। শিভন বর্তমানে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিংকের একজন শীর্ষস্থানীয় নির্বাহী।