শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাঙ্গে ‘খুব শিগগিরই’ সাক্ষাৎ করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) এমন ঘোষণা দেন তিনি। ট্রাম্প আরও বলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে আন্তরিকভাবে আগ্রহী। খবর এএফপির।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, তার দল রাশিয়ার কর্মকর্তাদের সাথে ‘দীর্ঘ ও গভীর’ আলোচনা করেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফও এই আলোচনায় রয়েছেন। তিনি সম্প্রতি পুতিনের সাথে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সময় নির্ধারিত হয়নি, তবে খুব শিগগিরই হতে পারে’
এমন একটি সময় ট্রাম্প এ মন্তব্য করেন যখন ইউক্রেনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সৌদি আরবে প্রাথমিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে।
পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘তার (পুতিন) কাছে এটাই ছিল আমার প্রশ্ন। আমি মনে করি তিনি যুদ্ধ বন্ধ করতে চান। এমনকি তারা উভয়ই দ্রুত এটি শেষ করতে চায়। জেলেনস্কিও এটি শেষ করতে চান।’
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্প যদি ন্যাটোর সমর্থন কমিয়ে দেন তাহলে জোট দুর্বল হয়ে পড়বে। আর রাশিয়া একটি দুর্বল ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

তবে জেলেনস্কির এই মন্তব্যকে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনীয় নেতার বক্তব্য নিয়ে ‘একটুও’ উদ্বিগ্ন নন।
দায়িত্ব গ্রহণের আগে ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি হোয়াইট হাউসে ফিরে গেলে একদিনের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন যে এটি ‘সহজ হবে না’। কারণ এটি দীর্ঘস্থায়ী, রক্তক্ষয়ী এবং জটিল সংঘাত।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের ফাঁকে সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘শান্তির পথে অগ্রসর হওয়া একটি বৈঠকের মাধ্যমে সম্ভব নয়।’