পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সঙ্কটাপন্ন’

বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অবস্থা এখনও ‘সঙ্কটাপন্ন’ অবস্থায় রয়েছে। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ার পর তাঁর অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। খবর বিবিসির।
ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়েছে, ৮৮ বছর বয়সী পোপ আগের দিনের চেয়ে বেশি অসুস্থ এবং তাঁকে রক্তসঞ্চালন দেওয়া হয়েছে। তাঁর প্লাটিলেট কমে যাওয়ায় এটি প্রয়োজনীয় হয়ে ওঠে।
রোমের জেমেলি হাসপাতালে উভয় ফুসফুসে নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছেন পোপ ফ্রান্সিস। তাঁকে ‘উচ্চ প্রবাহের’ অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তাঁর অবস্থা সম্পর্কে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে ভ্যাটিকান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, "পোপের অবস্থা এখনও সঙ্কটাপন্ন। তিনি এখনও ঝুঁকিমুক্ত নন।"

ভ্যাটিকান আরও জানায়, পোপ ফ্রান্সিস সজাগ রয়েছেন এবং দিনের বেশির ভাগ সময় কেবলমাত্র চেয়ারেই কাটিয়েছেন, যদিও আগের দিনের তুলনায় বেশি কষ্ট পাচ্ছেন।
পোপ চান তাঁর স্বাস্থ্য নিয়ে খোলাখুলি জানানো হোক, তাই ভ্যাটিকান প্রতিদিন তার শারীরিক অবস্থার বিষয়ে তথ্য প্রকাশ করছে। তবে সাম্প্রতিক বিবৃতি সবচেয়ে স্পষ্ট এবং বিস্তারিত।
মাত্র একদিন আগেও চিকিৎসকরা বলেছিলেন, তিনি ওষুধে সাড়া দিচ্ছেন, তবে তাঁর অবস্থা অত্যন্ত জটিল। চিকিৎসকদের মতে, সামান্য পরিবর্তনও তাঁর ‘নাজুক ভারসাম্য’ বিঘ্নিত করতে পারে।
কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভোগায় ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন পোপ। ছোটবেলায় প্লুরিসি (ফুসফুসের আবরণে প্রদাহ) হওয়ার কারণে তিনি ফুসফুসের সংক্রমণের প্রতি বিশেষভাবে সংবেদনশীল। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের অংশ কেটে ফেলা হয়েছিল।