বিশ্ব সংঘাতের অবসান চান পোপ ফ্রান্সিস

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি বিশ্ব সংঘাতের অবসান কমনা করেন।
মঙ্গলবার (১৮ মার্চ) এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ১৪ মার্চ ভ্যাটিকানের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘করিয়েরে দেলা সেরা’ পত্রিকায় প্রকাশিত এক চিঠিতে পোপ বলেছেন, ‘যেখানে যুদ্ধ কেবল মানব সম্প্রদায়ের মধ্যে সংঘাত, প্রাণহানি ও ভয়াবহ ধ্বংস ডেকে আনে, সেক্ষেত্রে আমাদের সকলের উচিত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে নতুন সুন্দর এবং গ্রহণযোগ্য জীবন উপহার দেওয়া।’
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস হাসপাতালে ভর্তি হন।
গত শনিবার (১৫ মার্চ) ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, এক্স-রে প্রতিবেদন অনুযায়ী, পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তার এখনও হাসপাতালে ভর্তি থেকে বিভিন্ন ধরনের থেরাপিসহ চিকিৎসাসেবা দরকার। থেরাপিতে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

গতকালের বিবৃতিতে পোপ উল্লেখ করেন, এ মুহূর্তে তাঁর মতো অসুস্থ ও নাজুক শারীরিক অবস্থায় থাকা অসংখ্য ভাইবোনদের প্রতি তিনি তাঁর সমর্থন-সমানুভূতি প্রকাশ করছেন।
এরপর রোববার প্রার্থনা উপলক্ষে পোপ ফ্রান্সিস এক লিখিত বার্তায় যুদ্ধকবলিত দেশগুলোতে যাতে শান্তি আসে, সে জন্য প্রার্থনা চালিয়ে যেতে আহ্বান জানান পোপ। তিনি তার বিবৃতিতে ইউক্রেন, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, মিয়ানমার, সুদান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কথা উল্লেখ করেন।