ভৈরবকে আন্তর্জাতিক নৌবন্দর করা হবে : নৌ-উপদেষ্টা
কিশোরগঞ্জের ভৈরব নদীবন্দরকে আন্তর্জাতিক নৌবন্দরে রূপান্তরিত করা হবে। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে নদীবন্দরটি পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম.সাখাওয়াত হোসেন।
নৌ-উপদেষ্টা বলেন, এ নৌ বন্দরটি দেশের সব থেকে পুরোনো ও গুরুত্বপূর্ণ একটি নৌবন্দর। এই বন্দরটি আন্তর্জাতিক নৌবন্দর করার লক্ষ্যে ৯৭ কোটি টাকা বিনিয়োগ করবে বিশ্ব ব্যাংক। আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) কাজটি শুরু করবে এবং ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ-উপদেষ্টা বলেন, এ বন্দর নির্মাণ করা হলে নদী ভাঙন রোধ এবং নদী রক্ষা করা সম্ভব হবে। এ ছাড়া কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ প্রকল্পের মাধ্যমে লঞ্চ, স্পিডবোর্ড ও মালামাল লোড-আনলোডের জন্য তিনটি জেটি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন প্রমুখ।