পাকিস্তান থেকে দুই সপ্তাহে দেশে ফিরেছে ৬০ হাজার আফগান : আইওএম

চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে প্রায় ৬০ হাজার আফগান নাগরিক পাকিস্তান ছেড়ে দেশে ফিরেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ কর্তৃক অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদারের পর আফগান নাগরিকরা দেশে ফিরতে শুরু করেছে। পাকিস্তান গত মাসে (মার্চে) প্রায় আট লাখ আফগান নাগরিক কার্ডধারীর (এসিসি) জন্য এপ্রিলের শুরুতে দেশ ছাড়ার সময়সীমা নির্ধারণ করেছিল। এটি ছিল আফগানদের পাকিস্তান থেকে ফেরত পাঠানোর দ্বিতীয় প্রচেষ্টা।
জাতিসংঘের সংস্থা আইওএম এক বিবৃতিতে বলেছে, ১ থেকে ১৩ এপ্রিলের মধ্যে আইওএম জোরপূর্বক প্রত্যাবর্তনের একটি রেকর্ড করেছে। যেখানে প্রায় ৬০ হাজার ব্যক্তি তোরখাম এবং স্পিন বোল্ডাক সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ফিরে যাওয়ার তথ্য রয়েছে।
আইওএমের আফগানিস্তান মিশনের প্রধান মিহিউং পার্ক বলেছেন, ‘পাকিস্তান থেকে বৃহৎ আকারের প্রত্যাবর্তনের একটি নতুন ঢেউ শুরু হয়েছে। এর ফলে সীমান্ত দিয়ে প্রত্যাবর্তনের সংখ্যা দিনদিন বাড়ছে। এ বিপুল সংখ্যক অভিবাসীদের গ্রহণ করতে হিমশিম খেতে হচ্ছে।’

জাতিসংঘ জানিয়েছে, প্রায় ৩০ লক্ষ আফগান পাকিস্তানে বসবাস করছে, যাদের মধ্যে অনেকেই কয়েক দশক ধরে সেখানে রয়েছে। তাদের দেশে ধারাবাহিক সংঘাত এবং ২০২১ সালে তালেবানের কাবুলে ক্ষমতা দখলের পর তারা পালিয়ে পাকিস্তানে গিয়েছিল।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর থেকে প্রমাণপত্র ধারী ১৩ লাখেরও বেশি আফগানকেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং এর পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডি ত্যাগ করার জন্য বলা হয়েছে।
তবে তালেবান কর্তৃপক্ষ বারবার আফগানদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।
পাকিস্তান থেকে আফগানরা যখন আবারও বিপুল সংখ্যায় সীমান্ত অতিক্রম করতে শুরু করেছে তখন তালেবানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় বলেছে, ‘প্রতিবেশী দেশ কর্তৃক তাদের (আফগানদের) সঙ্গে দুর্ব্যবহার অগ্রহণযোগ্য এবং অসহনীয়।