জাকিরের ব্যাটে খুলনাকে চ্যালেঞ্জ জানাল সিলেট
বিপিএলের চলতি আসরের শুরুটা ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। শুরুর তিন ম্যাচে হারলেও চতুর্থ ম্যাচে ঠিকই জয় তুলে নেয় আরিফুল হকের দল। সিলেটপর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেতে মরিয়া স্বাগতিকরা। সেই লক্ষ্যে খুলনা টাইগার্সকে ১৮৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সিলেট।
আজ রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮২ রান তোলে সিলেট। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৫ রান করেন ব্যাটার জাকির হাসান।
যদিও ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি সিলেটের। দলীয় ৭ রানের মাথায় ফেরেন ওপেনার রহিম কর্নওয়াল। ৫ বলে মাত্র ৪ রান আসে তার ব্যাট থেকে। প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট হারাতেও সময় লাগেনি দলটির। ১৫ রানের মাথায় ফেরেন আরেক টপঅর্ডার ব্যাটার জর্জ মানশি। ৭ বলে ২ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে।
শুরুতে কিছুটা চাপে পড়লেও সেই চাপ কাটিয়ে উঠতে সময় লাগেনি সিলেটের। দুই দেশি ব্যাটার জাকির হাসান ও রনি তালুকদার গড়েন ১০৬ রানের জুটি। এই জুটিতে ভর করেই চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত পায় সিলেট। ১২১ রানের মাথায় ব্যক্তিগত ৫৬ রানে ফেরেন রনি। তার বিদায়ের পর যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জেমসকে নিয়ে জুটি গড়েন জাকির। এই জুটি অবশ্য বড় হয়নি। দলীয় ১৫০ রানের মাথায় ফেরেন জেমস। এর আগে খেলেন ৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংস। এই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি সদ্য চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়া জাকের আলী। গোল্ডেন ডাক মেরে ফেরেন সাজঘরে। এরপর অধিনায়ক আরিফুলকে নিয়ে শেষটা রাঙান জাকির। আরিফুল করেন ২১ রান।