আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনীতে ‘চারকোল গ্যালারি বিডি’
দক্ষিণ কোরিয়ার ষষ্ঠ বৃহত্তম শহর গোয়াংজু। এ শহরের কিমদায়েজুং (কেডিজে) কনভেনশন সেন্টারে গত ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী। কোরিয়া আর্টস প্রমোশন সোসাইটি প্যাভিলিয়নের এই প্রদর্শনীতে যোগ দিয়েছে বাংলাদেশের গ্যালারি ‘চারকোল গ্যালারি বিডি’। প্রদর্শনীতে চারকোলের কর্ণধার ও কিউরেটর শিল্পী শারমিন রহমান খানের ছয়টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও ট্যুরিজম মন্ত্রণালয় এবং আর্ট ম্যানেজমেন্ট সাপোর্ট সেন্টারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে ২৮ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৫টায়।
শিল্পী শারমিন রহমান খান বলেন, ‘কোরিয়ার এই আয়োজনে এখন থেকে বাংলাদেশের শিল্পীদের শিল্পকর্ম নিয়মিত প্রদর্শনীতে উপস্থাপন করা হবে। এটা আমাদের জন্য অনুপ্রেরণা এবং গর্বের বিষয়। এতে করে দুই দেশের শিল্পীদের মধ্যে মেলবন্ধন তৈরি হবে। ভাবনা বিনিময় হবে শিল্পচর্চায়।’
‘আর্ট ওয়াংজু-২১’-এর আয়োজনে এ প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। কনফোর্স হল-১ এবং ২ এ, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।