সাহিত্য ও সংস্কৃতিতে ইলিশ

সেকালে গঙ্গার ধারে মহারাজ কৃষ্ণচন্দ্র কথাপ্রসঙ্গে গোপাল ভাঁড়কে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আমাদের বাঙালির মধ্যে ইলিশ মাছ দেখলেই লোকে দাম জিজ্ঞাসা করে, এর কারণ কি? গোপাল উত্তর দিয়েছিল, ‘এটা বাঙালির স্বভাব মহারাজ। তবে আমি যদি ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরি আমাকে কেউ দাম জিজ্ঞাসা করবে না। মহারাজ একথা একদমই বিশ্বাস করলেন না, ‘এ অসম্ভব, হতেই পারে না, লোকে দাম জিজ্ঞাসা করবেই!তারপর বাজির শর্ত অনুযায়ী ইলিশের দাম...