পরাবাস্তব গল্পের উপন্যাস ‘পরাবাস্তব’ ও ‘অতিদর্শন’

নিজে ডাক্তার। অনেকের ধারণা ডাক্তার মানেই যেন রসকষহীন। ডাক্তার মানেই যেন ছুরি কাঁচি সুই আর ঔষধের কারবার। তবে ডা.মো. শহীদুল হক কিছুটা ব্যতিক্রম। অমর একুশে বইমেলায় এসেছে ডা. মো. শহীদুল হকের লেখা  ‘পরাবাস্তব’ ও ‘অতিদর্শন’ নামে দুটি উপন্যাস। আভা তাজনোভা ইরার প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে অন্বেষা। বইগুলো পাওয়া যাবে বইমেলার ২৭ নম্বরে প্যাভিলিয়নে।বইগুলো প্রসঙ্গে লেখক ডা. মো. শহীদুল হক জানান, রহস্যময় ঘটনার...