ফরিদুল ইসলাম নির্জনের ‘সে শুধু আড়ালে থাকে’
মানবজনম যেন গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায়না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’।অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৪ বিজয়ী বইটির প্রতিটিগল্প জীবনের সঙ্গে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ।...
সর্বাধিক ক্লিক