কবি আসাদ চৌধুরীর জন্মদিনে নির্বাচিত সাক্ষাৎকার নিয়ে এলো ঐতিহ্য

Looks like you've blocked notifications!

ষাটের দশকের অন্যতম প্রধান  কবি আসাদ চৌধুরী। তুমুল আড্ডাবাজ, মিশুক ও বাঙালির সাংস্কৃতিক মুক্তিপিয়াসী কবি তার নিজ্বস কবিতা, সাহিত্য, দেশ, রাজনীতি, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন সময় দেশি—বিদেশি পত্র—পত্রিকা ও টিভি চ্যানেলের মুখোমুখি হয়েছেন। তারই কিছু অংশের সংকলন 'ঐতিহ্য' প্রকাশিত এবং রাকিবুজ্জামান লিয়াদ সম্পাদিত ‘আসাদ চৌধুরী কহেন : নির্বাচিত সাক্ষাৎকার।’ এর প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।

গত শনিবার (১১ ফেব্রুয়ারি) কবি আসাদ চৌধুরীর ৮০ তম জন্মবার্ষিকীতে কবির বাসভবনে বইটি তার হাতে তুলে দেন—বইয়ের সম্পাদক ও সংকলক : রাকিবুজ্জামান লিয়াদ। এ সময় কবিপত্নী সাহানা চৌধুরীও উপস্থিত ছিলেন। কবি আসাদ চৌধুরী এই বই প্রকাশের জন্য 'ঐতিহ্য'র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

'ঐতিহ্য' প্রকাশিত—রাকিবুজ্জামান লিয়াদ সংকলিত ও সম্পাদিত এই বইয়ে প্রকাশ পেয়েছে, আসাদ চৌধুরীর নির্বাচিত বেশ কিছু সাক্ষাৎকার, যা পাঠককে পরিচয় করিয়ে দেবে কবির কবিতা ও ব্যক্তিজীবনের নানা বিষয়।

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৩-এ 'ঐতিহ্য'-এর ২২ নং প্যাভিলিয়নে এবং সারাদেশে 'ঐতিহ্য' ও বই বিপণন সংস্থা 'নির্বাচিত'-এর শাখা সমূহে।